Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সুবর্ণচর উপজেলার মোট জনসংখ্যা : ৩,৫৫,৯১০ জন, জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৮৪ %, মোট খানা : ৭৩,৬২৮, উপজেলার শিক্ষার হার: ৬৩.৬৩ %, উপজেলার দারিদ্রতার হার: ১৪.২ %, বিবাহের গড় বয়স: ২৩.৯৫ বছর (পুরুষ) এবং ১৮.৩২ বছর (নারী)।  ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা সহ বিস্তারিত তথ্য PDF  আকারে জনশুমারি ও গৃহগণনা ২০২২ সেবাবক্স এ দেওয়া রয়েছে ।


স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ইন ডিজিটাল প্ল্যাটফর্ম প্রকল্প 2022

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ইন ডিজিটাল প্ল্যাটফর্ম’ শীর্ষক প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে ২০১২টি নমুনা পিএসইউ-তে স্থানীয় মহিলা রেজিস্ট্রারগণ প্রতিমাসে কম্পিউটার অ্যাসিসটেড পার্সোনাল ইন্টারভিউয়িং (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে থাকেন।  নির্ধারিত PSU NO- 0506 এর স্থানীয় রেজিস্ট্রার কর্তৃক  তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিনে পরিদর্শন  ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা পরিসংখ্যান কার্যালয় নোয়াখালী এর সম্মানিত উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব হারুন-অর-রশিদ। তাং ১৯/১২/২০২২, গ্রাম ও মৌজাঃ চর বায়োজিত ,  ইউনিয়নঃ চর ক্লার্ক, উপজেলাঃ সুবর্ণচর , জেলাঃ নোয়াখালী।