Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সুবর্ণচর উপজেলার মোট জনসংখ্যা : ৩,৫৫,৯১০ জন, জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৮৪ %, মোট খানা : ৭৩,৬২৮, উপজেলার শিক্ষার হার: ৬৩.৬৩ %, উপজেলার দারিদ্রতার হার: ১৪.২ %, বিবাহের গড় বয়স: ২৩.৯৫ বছর (পুরুষ) এবং ১৮.৩২ বছর (নারী)।  ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা সহ বিস্তারিত তথ্য PDF  আকারে জনশুমারি ও গৃহগণনা ২০২২ সেবাবক্স এ দেওয়া রয়েছে ।


এক নজরে সুবর্ণচর উপজেলা

সুবর্ণচর উপজেলা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা। ২০০৬ সালে নোয়াখালী সদর উপজেলা বিভক্ত করে দুটি উপজেলা ভাগ করা হয় এবং একটি উপজেলার নাম রাখা হয় সুবর্ণচর উপজেলা। অপর উপজেলার নাম কবিরহাট উপজেলা

সুবর্ণচর উপজেলা নোয়াখালী সদর থেকে ২০ কিলোমিটার দাক্ষিণে অবস্থিত। এ উপজেলার উত্তরে কোম্পানীগঞ্জ উপজেলানোয়াখালী সদর উপজেলা, পশ্চিমে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা, দক্ষিণে হাতিয়া উপজেলা এবং পূর্বে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা অবস্থিত।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী সুবর্ণচর উপজেলার মোট জনসংখ্যা  ৩,৫৫,৯১০ জন । যার মধ্যে পুরুষ  ১,৭৫,৮৩২ জন এবং মহিলা ১,৮০,০৭০ জন ।

সুবর্ণচর উপজেলায় ৮টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম চর জব্বর থানার আওতাধীন।

শিক্ষার হার, গড় হার ৬৩.৬৩%।  শিক্ষা প্রতিষ্টানের সংখ্যা , কলেজ ৪, মাধ্যমিক বিদ্যালয় ১৭, প্রাথমিক বিদ্যালয় ৬০, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ১৩, মাদ্রাসা ১২। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: সৈকত সরকারি কলেজ (১৯৯৬), চর জববার ডিগ্রি কলেজ (১৯৯৬), শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, খাসের হাট উচ্চ বিদ্যালয়, আরজি উচ্চ বিদ্যালয়,চর জব্বর ভুঁইয়ার হাট উচ্চ বিদ্যালয়, জুবিলী হাবিবুল্লা মিয়ার হাট উচ্চ বিদ্যালয় ।