Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সুবর্ণচর উপজেলার মোট জনসংখ্যা : ৩,৫৫,৯১০ জন, জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৮৪ %, মোট খানা : ৭৩,৬২৮, উপজেলার শিক্ষার হার: ৬৩.৬৩ %, উপজেলার দারিদ্রতার হার: ১৪.২ %, বিবাহের গড় বয়স: ২৩.৯৫ বছর (পুরুষ) এবং ১৮.৩২ বছর (নারী)।  ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা সহ বিস্তারিত তথ্য PDF  আকারে জনশুমারি ও গৃহগণনা ২০২২ সেবাবক্স এ দেওয়া রয়েছে ।


সাম্প্রতিক কর্মকাণ্ড

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর শুমারি পরবর্তী যাচাই জরিপ (PEC) BIDS  কর্তৃক তথ্য সংগ্রহ কার্যক্রম ১০/১০/২০২২ খ্রি. তারিখ থেকে শুরু হয়েছে। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় চরবাটা ইউনিয়নের নির্ধারিত স্পটে  জরিপের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন জেলা পরিসংখ্যান কার্যালয় এর সম্মানিত উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব হারুন-অর-রশীদ স্যার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনাব অজিত কুমার রায় সহ  অত্র কার্যালয়ের কর্মীগন। উল্লেখ্য, ১০/১০/২০২২ খ্রি. তারিখ থেকে শুরু হওয়া জরিপের এ কার্যক্রম শেষ হবে আগামী ১৬/১০/২০২২ খ্রি. তারিখে।