Wellcome to National Portal
Main Comtent Skiped

সুবর্ণচর উপজেলার মোট জনসংখ্যা : ৩,৫৫,৯১০ জন, জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৮৪ %, মোট খানা : ৭৩,৬২৮, উপজেলার শিক্ষার হার: ৬৩.৬৩ %, উপজেলার দারিদ্রতার হার: ১৪.২ %, বিবাহের গড় বয়স: ২৩.৯৫ বছর (পুরুষ) এবং ১৮.৩২ বছর (নারী)।  ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা সহ বিস্তারিত তথ্য PDF  আকারে জনশুমারি ও গৃহগণনা ২০২২ সেবাবক্স এ দেওয়া রয়েছে ।


Title
‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ এ নিয়োগের প্যানেল গঠনের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে শুধুমাত্র নোয়াখালী জেলায় স্থায়ীভাবে বসবাসকারী বেকার যুব/যুব মহিলা এবং ছাত্র/ছাত্রীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
Details

জনশুমারি ও গ্রহগণনা ২০২১ এর মাঠপযায়ে তথ্য সংগ্রহের জন্য গণনাকরী ও সুপারভাইজার নিয়োগের আবেদন পত্র সংগ্রহের জন্য সুবর্নচর উপজেলাধীন প্রতিটি ইউনিয়নের বেকার শিক্ষিত যুবক/যুবতীদের নীকট নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরম সংগ্রহ পূর্বক স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা হল।

বি: দ্র: ফরম সংগ্রহ করুন উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা পরিষদ, সুবর্ণচর, নোয়াখালী অথবা উপজেলা পরিসংখ্যান অফিসের এই ওয়েব সাইডে  www.subarnachar.noakhali.gov.bd.

 

Publish Date
07/01/2020
Archieve Date
07/01/2020